মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে ঐক্যবদ্ধ হোন

5

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাসদ (জাতীয় সমাজতান্ত্রিক দল) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তারা এ আহব্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশ আজ চরম অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগের শাসন আমলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত। উগ্র মৌলবাদ থেকেই সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠী জন্ম নিচ্ছে। ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর সাথে দেশ বা রাষ্ট্র পরিচালনার পরিণাম
দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। এ মুহূর্তে সরকারের উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ১৪ দলীয় জোটকে শক্তিশালী করা। তাহলেই উন্নয়নের ফসল জনগণ ভোগ করতে পারবে এবং দেশ তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছুতে পারবে। অন্যতায় দেশ রসাতলে যাবে এবং তার দায় বর্তমান সরকার এড়াতে পারবে না। বক্তারা কঠোর হস্তে দুর্বৃত্তায়নের রাজনীতি দমন করার জন্যে সরকারের প্রতি আহব্বান জানান।
জাসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে এবং উত্তর জেলার সাধারণ সম্পাদক এসএম আখতারুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. আবু মোহাম্মদ হাসেম, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খালেদ ও নাসিরুল হক নবাব, কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী, মহানগর সভাপতি হাজী আবু বক্কর, দক্ষিণ জেলা সম্পাদক স্বপন চৌধুরী, মহানগর কমিটির সহ-সভাপতি হাজী সরওয়ার আলম চৌধুরী, বোয়ালখালী উপজেলা সম্পাদক ওবাইদুল হক, জাসদ নেতা হায়দার আলী, দেলওয়ার হোসেন, জসীম উদ্দিন মোবারক, অধ্যক্ষ সমীর দাশ, আব্দুল লতিফ, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।