মুক্তিযুদ্ধের এক দেদীপ্যমান অধ্যায় মুজিবনগর সরকার

6

এম এ লতিফ এমপি
সাংসদ এম এ লতিফ’র উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম এ লতিফ এমপি’র ৩ নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে গত ১৭ এপ্রিল আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি এম এ লতিফ এমপি বলেন-বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের সফলতায় বিএনপি জামায়তের নেতৃবৃন্দ ঈর্ষান্বিত তারা বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নে ভীত। মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক মিঞা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবীন আওয়ামীলগ’র নেত মুক্তিযোদ্ধা সংগঠক এজাহার মিয়া, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহম্মেদ চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. আসলাম লবণ শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, ৩৬নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ’র সা. সম্পদাক রিফাত আলম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন বাবলা, ইউনিট আওয়ামীলীগের সভাপতি মো. ইকবাল ও আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আমাদের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ বিনির্মানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশের আগামী দিনের প্রত্যাশিত দিক-নির্দেশনা, সাংবিধানিক এবং যৌক্তিক অধিকার রক্ষার জন্য মুজিবনগর সরকার গঠন করা তৎকালীন সময়ে অপরিহার্য ছিল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতীলীগ যগ্ম-আহবয়ক মমতাজ উদ্দিন, ডা: আর কে দাশ, রাশেদুল আরেফিন জিসান, মিজানুর রহমান, লায়ন ছাবের আহমদ, আলমগীরুল ইসলাম, সুরেশ দাশ, এড: নুরুল আলম, আবদু ছবুর প্রমুখ।

বাংলাদেশ দুতাবাস আবুধাবী :
আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সভাপতিত্বে দূতাবাসের সচিব লুৎফুন নাহার নাজিম পরিচালনায় অনুষ্টিত হয় “মুজিবনগর দিবস” উদযাপন করা হয়। দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ জনতা ব্যাংক লি, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত-এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । দূতাবাসের কর্মকর্তাবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবসের তাৎপর্য তুলে ধওে আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্টানে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর , প্রকৌশলী মোয়াজেজম হোসেন , মোহাম্মদ নাছির ঊদ্দিন তালুকদার ,কবির আহমেদ, সহ প্রমুখ।

চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ :
১৭ এপ্রিল রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে আলোচনা সভা সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক চৌধুরী ছৈয়দ, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উল্ল্যাহ, বাকলিয়া থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, পতেঙ্গা থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসে জেলা সংসদ কার্যালয়ে সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার এ.কে.এম সরওয়ার কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন, সহকারী কমান্ডার (দপ্তর) এ.কে.এম আলাউদ্দিন, পটিয়া উপজেলা কমান্ডার মো: মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জেলা নেতা আহম্মেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আ.জ.ম ছাদেক। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: হারুন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মো: ইছহাক, বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ গোলদার, বীর মুক্তিযোদ্ধা আবু নুর, বীর মুক্তিযোদ্ধা আবদুল বায়েজ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির সহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা। সভাপতির বক্তব্যে জেলা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার এ.কে.এম সরওয়ার কামাল তার বক্তব্যে ঐতিহাসিক ১৭ই এপ্রিলের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন যে, ১৭ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথের মাধ্যমে বাংলাদেশের অস্থায়ী সরকারের আইনানুগ যাত্রার সূচনা হয়। বিজ্ঞপ্তি