মিয়ানমারে নতুন বিমান হামলা বাড়ছে বাস্তুচ্যুত মানুষ

14

 

কারেন বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা জোরালো করেছে মিয়ানমারকারেন বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা জোরালো করেছে মিয়ানমার। বিদ্রোহী নিয়ন্ত্রিত থাই সীমান্তবর্তী এলাকায় আরও বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। শুক্রবার বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলার জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে আরও হাজার হাজার মানুষ। বিদ্রোহী গ্রæপ কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে থাই সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনী অন্তত দুইটি বিমান হামলা ছাড়াও বেশ কিছু গোলাবর্ষণ করেছে। থাই সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের শহরে ছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদক মায়ে সোত। তিনি জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের মুখপাত্র। গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। ব্যাপক বিক্ষোভের পাশাপাশি জান্তাবিরোধী গ্রুপগুলো নিয়মিতভাবে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। কেএনইউ এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে গত সপ্তাহে নতুন করে সংঘাত শুরু হয়। এতে চার হাজার দুইশ’রও বেশি মানুষ সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে আশ্রয় নেয়। নাগরিক সমাজের গ্রুপগুলোর দাবি সীমান্ত অতিক্রম করা মানুষের সংখ্যা ১০ হাজারের বেশি। কেএনইউ মুখপাত্র সাও টাও নি বলেন, নতুন বিমান হামলার পর আরও বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ওই এলাকায় ‘নো ফ্লাই’ ঘোষণা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।