মিয়ানমারের জান্তা সরকারকে হুঁশিয়ার করলো মালয়েশিয়া

8

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারকে হুঁশিয়ার করে বিবৃতিতে দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান দূতের সঙ্গে জান্তা সরকার সহায়তা না করলে তারা মিয়ানমারের ছায়া সরকারের সঙ্গে যোগাযোগে প্রস্তুত রয়েছে। গত ১ ফেব্রæয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় নির্বাচিত নেতা অং সান সু চিকে। পরে নির্বাচিত সরকারের প্রতিনিধিরা মিলে গঠন করে জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বুধবার পার্লামেন্টে বলেন, সংকট নিসরসনে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা সম্মতি বাস্তবায়নে মিয়ানমার সহায়তা না করলে জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে আলোচনা করার কথা বিবেচনা করছে কুয়ালালামপুর।
মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক সম্প্রদায়। এজন্য মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। মিয়ানমারে জান্তা সরকার অবশ্য তার সঙ্গে সহায়তার আশ্বাস দিয়েছে।
কুয়ালালামপুর যদি মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাহলে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আলোচনা করা প্রথম আসিয়ান দেশ হবে মিয়ানমার। এটা হবে জান্তা সরকারের সঙ্গে বড় বিপর্যয়। কেননা জাতীয় ঐক্যের সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি চাইছে, বিশেষ করে আসিয়ান দেশগুলোর স্বীকৃতি চায় তারা।