মিয়ানমারের জান্তা প্রতিরোধ বাহিনীর হাতে ১১ সেনা নিহত

6

 

মিয়ানমারের একটি ফাঁড়িতে অভিযান চালিয়ে ১১ সেনাকে হত্যা করেছে জান্তা প্রতিরোধ বাহিনী। এতে আহত হন আরও তিন সেনা। মান্দালে অঞ্চলের নাটোগি এলাকায় বেশ কিছুদিন ধরে তাদেরকে নজরে রাখে প্রতিরোধ গোষ্ঠীর সদস্যরা। সু ফিউ কোনের ওই ফাঁড়িতে ২০ সেনা ছিলেন। এমন খবরে গত শুক্রবার রাতে ‘জিরো গেরিলা ফোর্স’ দলের সদস্যরা অভিযান পরিচালনা করে। দলের নেতা সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসকে জানায়, নিজেদের তৈরি হাত বোমা, ছোট বন্দুক নিয়েই তাদের ওপর আক্রমণ চালানো হয়। ক্যাম্পে থাকা ক্যাপ্টেনসহ ১০ জন ঘটনাস্থলে নিহত হন। জবাবে ৩৫০ জনের একটি সেনা দল ওই গ্রামটিতে অভিযান নামে। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতায় বসার পর থেকেই ছোট ছোট প্রতিরোধ বাহিনী গড়ে উঠছে। দেশটির বিভিন্ন জায়গায় জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা দিন দিন বাড়ছে। এদিকে মিয়ানমারের সেনাবাহিনীও অভিযান জোরদার করছে। এতে সংঘাতে প্রাণ হারাচ্ছেন অনেকেই।