মিয়ানমারের গ্রামে সেনাবাহিনীর বোমা হামলায় নিহত ৭

15

মিয়ানমারের কেন্দ্রীয় সাগাইং অঞ্চলের একটি গ্রামে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী এবং বিবিসি বার্মিজ সার্ভিস। প্রায় দুই বছর আগে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর থেকে দেশটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভেতরে সামরিক জান্তা বিরোধীদের গেরিলা তৎপরতা শুরু হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মিয়ানমার পরিস্থিতি নিয়ে শোরগোল হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং বিবিসি বার্মিজ সার্ভিস অনুযায়ী, সামরিক বিমান বুধবার কথা শহরের মোয়ে তার লে গ্রামে বোমা ফেলেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য জান্তা সরকারের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিমান হামলায় ৭ গ্রামবাসী নিহত হয়। কয়েকজনের দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে। আরও ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যম।