মিলিনিয়াম ও সিপিএসসি লালের জয়

30


চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কাপ অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় মিলিনিয়াম ক্রিকেট অ্যাকাডেমি ২৬ রানে সিপিএসসি (সবুজ) দলকে হারিয়েছে। টসে জিতে মিলিনিয়াম ক্রিকেট অ্যাকাডেমি আগে ব্যাট করে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেটে ১৩১ রান করে। দলের পক্ষে আজমল সর্বোচ্চ ৪১ রান করে। সিপিএসসি(সবুজ)র পক্ষে হৃত্তিক দাশ ৪ উইকেট পান।
জবাবে সিপিএসসি(সবুজ) ১০৫ রানে অলাউট হয়। দলের হৃত্তিক দাশ সর্বোচ্চ ৩৬ রান করে। মিলিনিয়াম ক্রিকেট অ্যাকাডেমির আজমল ২ উইকেট পায়। বিজয়ী দলের আজমল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ার এম আই এইচ ফরহাদ খেলা শেষে প্রধান অতিথি থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন।
২য় খেলায় সিপিএসসি (লাল) দল ৫ উইকেটে নিও ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে। টসে জিতে নিও ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেটের বিনিময়ে ১১৬ রান করে। নিও ক্রিকেট অ্যাকাডেমির মেজবাহ উদ্দিন সর্বোচ্চ ২৬ রান করে।
জবাবে সিপিএসসি (লাল) দল ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান করে। উক্ত দলের সৈয়দ আব্দুল কাহের সর্বোচ্চ ২৪ রান করে। সিপিএসসি (লাল) দলের ইরফান আলম শাওন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ার সাইদ মুরাদ খেলা শেষে প্রধান অতিথি থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন।