মিলাদ মাহফিল ও ঈদ উপহার বিতরণ

48

পাহাড়তলী ওয়ার্ড:
নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ঈমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার, নগদ অর্থ, ঈদ উপহারসামগ্রী সম্প্রতি বিতরণ করা হয়েছে। মহানগর যুবলীগের সদস্য ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। নগর যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন।
উপস্থিত ছিলেন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সম্পাদক আবুল হাসেম শাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হয়দার আলী, সালাম জাগিরদার, আনোয়ার হোসেন বাবু, হোসেন মাস্টার, আব্দুল আওয়াল, আবুল কালাম, জামিল দেওয়ান,ও মর ফারুক, খালেদ মোশাররফ, জাবেদ খান, মো. ইছাক, সামছু দোহা, ওয়ার্ড সচিব আবদুল হাকিম, পার্থ সারথী, হাজ্বী নাসির, কাজী মো. কায়ছার, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. বিন ফয়সাল, সহ-সম্পাদক মো. রেজাউল করিম রিটন, সৈকত বর্মন, জাহেদুল ইসলাম পমি, মুমিনুল হক, সাঈদ আব্দুল্লাহ রকি, রাফিউর রহমান, হাসান ইমাম মান্না, মাহমুদুল হাসান, আরাফাত, ইমরান, রিপন, রাকিব, আলিফ,পারভেজ প্রমুখ।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সরকার একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতার লালিত স্বপ্ন পূরণের করে সবার মুখে হাসি ফোটাতে প্রতিশ্রæতিবদ্ধ। গত বুধবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। প্রকৌশলী মো. হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। এতে আরো বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলম, প্রকৌশলী এনামুল বাকী, ড. রশিদ আহম্মদ চৌধুরী, প্রকৌশলী এম এ রশিদ, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী খোরশেদ উদ্দিন আহমেদ বাদল, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী মোঃ শাহজাহান, ইফতেখার আহমদ, প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী মঈন উদ্দিন জুয়েল,সাইফ উদ্দিন মোহাম্মদ ফোরকান চৌধুরী, প্রকৌশলী আশিকুল ইসলাম, সাঈদ ইকবাল পারভেজ, অসীম সেন, সৈকত কান্তি দে, প্রদীপ বড়ুয়া, সাকিব আমান, কে এম রোকনুজ্জামান, আবুল হাসান প্রমুখ।

চাটগাঁইয়্যা নওজোয়ান :
সামাজিক সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে গত ২৬ এপ্রিল জামালখানস্থ ইডেন রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি এস.এম. নুরুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, গীতিকবি সংসদের সভাপতি লিয়াকত হোসেন খোকন, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এড. কামরুল আযম চৌধুরী টিপু, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি প্রবীর দত্ত সাজু, চট্টগ্রাম সাউন্ড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রবিউল ইসলাম রবি, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সংগঠনের উপদেষ্টা এড. মহিবুল্লা চৌধুরী, মো. জসিম উদ্দিন চৌধুরী, ইকবাল হায়দার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াছ ইলু, রকিবুল হাসান সোহেল, মোহাম্মদ মঞ্জুর আলম, জানে আলম জনি, আনোয়ার হায়দার রাজিন, মোজাহেরুল ইসলাম, সীমা সেন প্রমুখ।

মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন :
নগরীর তুলনামূলক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করছে দেশের অন্যতম শীর্ষ শিল্প পরিবার ওয়েল গ্রুপ অব ইন্ডাস্টিজ এর অর্থায়নে পরিচালিত মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার প্রদানের অংশ হিসেবে শহীদনগর মীর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে ওয়েল গ্রুপের পরিচালক, বিজিএমইএ এর ১ম সহ সভাপতি মহানগর যুবলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ওয়েল গ্রুপ গণকল্যানমূখী ব্যাবসায়িক কর্মকান্ডে বিশ্বাস করে। পাঁচলাইশ ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মহিনের সভাপতিত্বে কলেজ ছাত্র সংসদের জিএস আমিনুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এস,এম আবুল কাশেম, বক্তব্য রাখেন মহানগর য্বুলীগ সদস্য মোহাম্মদ কফিল উদ্দীন, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড য্বুলীগের আহব্বায়ক হাজী নাছির উদ্দীন, মহানগর ছাত্রলীগ এর সদস্য গোলাম মোস্তফা, আনিসুর রহমান মুন্না, এসময় আরো উপস্থিত ছিলেন আবদুল আজিজ, মুহাম্মদ বাদশা, মোজাম্মেল হোসেন মায়া, সাজ্জাদ হোসেন আসিক, নুরউদ্দিন প্রমুখ।

চকবাজার ওয়ার্ড :
কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে জিৎ কর বাবুর সভাপতিত্বে ও মো. মহিউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সাহাব উদ্দিন, সাধারণ সপাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, ইমতিয়াজ আহমেদ, শিল্পী বড়ুয়া, অভিক দাশ, মিঠুন চক্রবর্ত্তী, সাজিবুল ইসলাম, মাকসুদুর রহমান, মাকসুদ জামিল, মুজিবুর রহমান, রাসেল হোসেন, সুমন, আকবর, ফাহিম প্রমুখ।

কাউন্সিলর মনোয়ারা বেগম মনি :
গত ২৮ এপ্রিল চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর মনোয়ারা বেগম মনির পক্ষ থেকে তার লালখান বাজারস্থ বাসভবনের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনসহ নেতৃবন্দ। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপিসহ বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে রাখা হয়েছে। ভয়াবহ আগ্রাসন এই জাতির ওপর শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, মহানগর মহিলাদলের সাবেক সহ সভাপতি মারিয়া সেলিম, মহিলাদল নেত্রী রুমা বেগম, জোলেখা বেগম, শাহানাজ বেগম প্রমূখ।

ট্রাভেল এজেন্ট অনার্স ক্লাব :
গত ২৭ এপ্রিল নগরীর মুরাদপুরস্থ একটি হোটেলে ট্রাভেল এজেন্ট অনার্স ক্লাবের ইফতার মাহফিল ক্লাব প্রেসিডেন্ট কাজী মুহাম্মদ আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কফিল উদদীনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান আলহাজ শাহ আলম, বিশেষ অতিথি ছিলেন হাব ও আটাবের সাবেক সেক্রেটারি জেনারেল আলহাজ মাহমুদুল হক পিয়ারু, ওয়ান স্টার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মুহাম্মদ ওসমান, বিসমিল্লাহ ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মুহাম্মদ আনোয়ার, ক্লাবের দায়িতশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাসেল, অর্থ-সম্পাদক আলহাজ মুহাম্মদ দিদারুল ইসলাম খান, সহ-সভাপতি এস এম রাসেদুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন সকল সদস্যবৃন্দ। বিশ্ব মুসলিমদের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের ট্রাভেল এজেন্ট অনার্স ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন।

চবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র সমিতি :
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রমজান শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শওকত আলী নুরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এইচ. এম. সালামত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন, বিভাগের প্রবীন শিক্ষক প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ বশির আহমদ। প্রধান বক্তা ছিলেন, ড. এস.এম. বুরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম¥দ শাহ আলম, উপস্থিত ছিলেন, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক (মেজর, অব:) নুরুল হুদা কুতুবী, অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, শেখ লুৎফর রহমান, হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, মোহাম্মদ সমশুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজিজ উদ্দিন হায়দার, অধ্যাপক রেজাউল করিম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ইমরানুল আজিজ ইমু, জামাল মোস্তফা ও আলমগীর পারভেজ।

ইয়ুথ ভয়েস :
নগরীর সুবিধাবঞ্চিত, গরীব অসহায় এবং দুস্থ শিশুদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ ভয়েস’। নগরীর খুলশী কনভেনশন হলে ৬টি দুস্থ, অসহায় ও পথশিশু স্কুলের মোট চার শতাধিক শিশুদের ভেতর এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিবারের মতো এবারের আয়োজনেরও শিরোনাম ছিল ‘প্রজেক্ট চনা পেয়াজু’। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান তাহমিদ কামাল চৌধুরী, ভাইসপ্রেসিডেন্ট রাকিবুল হাসান, তাসনিমুল হাসান চিশতী, সৈয়দ শরিফ, শাহরিয়ার নাফিস, শাহরিয়ার, কানিজ হুমায়রা সুবা, ডিরেক্টর মোফাসসাল আজীজ, জ্যেষ্ঠ সদস্য সামিউর রহমান প্রমুখ।

দিদারুল আলম দিদার :
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য, এবং চট্টগ্রাম মহানগর যুবলীগ সংগঠক দিদারুল আলম দিদার এর পক্ষে থেকে মাসব্যাপী ভ্যান গাড়িতে ফ্রি পুষ্টিকর ফল ও ইফতার বিতরণ কর্মসূচীর ২৫তম রমজানের দিনে পাঁচলাইশ থানা ছাত্রলীগ এর সভাপতি জামাল উদ্দিন জামাল এর উদ্যোগে ফ্রী ফল ও ইফতার বিতরণ করা হয়েছে। গত ২৭ এপ্রিল) বিকাল ৫টায় ৮নং শুলকবহর ওর্য়াডের বিভিন্ন স্থানে ফ্রী ফলের ভ্যানগাড়ি নিয়ে সুবিধাবঞ্চিত পথচারি রোজাদারদের মাঝে পুষ্টিকর ফল ও ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ এর সহ সভাপতি ইরফানুল হক বাপ্পি, মিজানুর রহমান নয়ন, মানবাধিকার সংগঠক হারুনর রশীদ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেন, শামিম হোসেন আরফাদ, মো. রাইহান, মো. নেওয়াজ, মোঃ শরিফ পাঁচলাইশ থানা ছাত্রলীগ সংগঠক নাছিম ইভান, সাদনান করিম, ইফতু প্রমুখ।

সৈয়দ মঞ্জুর আলম :
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চবি ছাত্রলীগের সহ-সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু সম্প্রতি অক্সিজেন চত্বরে প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মো. রকিবুল ইসলাম রকিব, সদস্য মো. হাবিবুর রহমান রাজু, জালালাবাদ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাহেদ, মো. সিরাজ, মো. আবছার, জিয়াউল হক, কিষাণ, মো. পারভেজ প্রমুখ।

আন্দরকিল্লা গ ইউনিট আওয়ামী লীগ :
আন্দরকিল্লা গ ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদের মাঝে গত ২৫ এপ্রিল বিকেলে আন্দরকিল্লা চত্বরে ইফতার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইকবাল হাসান, যুগ্ন সম্পাদক মোঃ দিদারুল আলম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সলিল চৌধুরী, আবুল কালাম আজাদ, গ ইউনিট আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দীন আরমান, সাধারণ সম্পাদক অজয় কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক আরিফ উর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এফ আর জুবায়ের, তানভির হাসান, সাইফুল্লাহ ইমরান, মো. সোহেল, মো. মামুন, রণধির বাবু, আবু জাফর প্রমুখ।

জাতীয় শ্রমিক লীগ খুলশী থানা :
জাতীয় শ্রমিক লীগ খুলশী থানার উদ্যোগে পাহাড়তলী ওয়ার্লেস সংলগ্ন একটি হোটেলে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর এর সভাপতি বখতেয়ার উদ্দীন খাঁন। জাতীয় শ্রমিকলীগ খুলশী থানার সহ-সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ জিপিও শাখার কার্যকরী সভাপতি কানিজ ফাতেমা, রেলওয়ে পাহাড়তলী কারখানা শাখার সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চট্টগ্রাম শাখার যুগ্ম-সম্পাদক মো. সাইদুজ্জামান সিপন, রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন, জাতীয় শ্রমিকলীগ খুলশী থানার যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ শাহাদাত হোসেন (ফিরোজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল আজিম, দপ্তর সম্পাদক মো. রুবেল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সজিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম, কার্যকরী সদস্য সুমন ভট্টাচার্য্য, কার্যকরী সদস্য মো. খোরশেদ আলম, জাতীয় শ্রমিকলীগ চাঁন্দগাঁও থানার যুগ্ন-সাধারন সম্পাদক মো. রুবেলসহ প্রমুখ।

এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ :
বন্দর নগরী চট্টগ্রামে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ এর উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। গত ২৭ এপ্রিল নগরীর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্যাকটিশনারস অ্যাসোসিয়েশন :
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশন বিপিএমপিএ চট্টগ্রাম এর উদ্যোগে গত ২৬ এপ্রিল নগরীর চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবে বিপিএমপিএ চট্টগ্রাম এর প্রেসিডেন্ট ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা.ইসমাইল খান, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিপিএমপিএ প্রেসিডেন্ট প্রফেসর ডা. মনিরুজ্জামান ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপিএমপিএ মহাসচিব ডা.জামাল উদ্দিন চৌধুরী, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ শামীম আহসান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বিপিএমপিএ চট্টগ্রাম এর সাবেক প্রেসিডেন্ট ড. একিউ এম ওহীদুল আলম। বক্তব্য রাখেন প্রফেসর ডা. মইনুল ইসলাম মাহমুদ,প্রফেসর ডা. সাইফ উদ্দীন মোহাম্মদ তারেখ, ডা. শ্রী প্রকাশ, ডা. আবু আবু ইউসুফ চৌধুরী, প্রফেসর ডা. নাসির উদ্দীন মিঠু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ডা. আনম মিনহাজ।

জুবিলী রোড মার্চেন্টস্
এসোসিয়েশন :
জুবিলী রোড মার্চেন্টস্ এসোসিয়েশন এর উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন,এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী মঞ্জুরুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সলিম উল্লা বাচ্চু,নিড গার্মেন্টসের পরিচালক আলহাজ্ব আব্দুল হান্নান, আলহাজ্ব মফিজ আহমেদ জাহেদ, মার্চেন্টস্ এসোসিয়েশনের সিনিয়র সভাপতি মো: শহীদুল ইসলাম, সহ সভাপতি আব্দুল মান্নান, মো: কামাল হোসেন, দিদারুল আলম, মোহাম্মদ তারেক, রহিম উদ্দিন, আলী আকবর, আলহাজ্ব জামাল উদ্দিন, কলিম উল্ল্যা কলি, মিলন শীল, তারেক উদ্দিন, ইফতেখারুল হক, কামরুল উদ্দিন, মো: জিয়াউল হক সোহেল সহ প্রমূখ। বক্তাগন এসোসিয়েশনের সকল কার্যক্রম সুন্দর ও গতিশীল হোক সে কামনা করেন,করোনা কালীন সময়ে এসোসিয়েশনের এলাকাবাসী ও কর্মকর্তাদের সহযোগীতার ভূয়সী প্রশংসা করেন।