মিলাদুন্নবী উদ্যাপনে সিটি মেয়রের সহযোগিতার আশ্বাস

21

আসন্ন পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদ্যাপনে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সাথে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ এর পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সাবেক কাউন্সিলর মুহাম্মদ হোসেন, নগর কমিটির সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলম, সহ-সভাপতি তসকীর আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ।
এসময় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হজরত মুহাম্মদ (সা.)-কে রহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহ। বিজ্ঞপ্তি