মিরসরাই সমিতি কাতারের উদ্যোগে আর্থিক অনুদান

47

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী ওয়াহিদুল আলমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে কাতারের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মিরসরাই সমিতি দোহা-কাতার। মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখ আখনের বাড়ির মোমিনুল ইসলামের পুত্র ওয়াহিদুল আলম গত বছরের ১৭ নভেম্বর কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত ১৫ জানুয়ারি মায়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকালে ওয়াহিদুল আলমের পরিবারের হাতে মিরসরাই সমিতি দোহা-কাতারের পক্ষ থেকে সাড়ে ৬৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান তুলে দেন মিরসরাই সমিতি দোহা-কাতারের সভাপতি নুরুল আবছার বাবুল, সহ-সভাপতি নুর নবী, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সদস্য শরীফ উল্ল্যাহ এবং পরিবারের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন ওয়াহিদুল আলমের স্ত্রী শাহানা আক্তার ও আত্মীয় মায়ানী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য একেএম শামসুল হুদা খাঁনসাব। নিহত ওয়াহিদুল আলমের স্ত্রী শাহানা আক্তার জানান, আমার স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর এই প্রথমবারের মতো আর্থিক অনুদান পেলাম। স্বামীকে হারানোর পর থেকে আমি আমার দুই সন্তান নিয়ে দুশ্চিন্তায় ভুগছি। আমাদের পাশে দাঁড়িয়ে অনুদান প্রদান করায় মিরসরাই সমিতি দোহা-কাতারের প্রতি আমি চির কৃতজ্ঞ। মিরসরাই সমিতি দোহা-কাতারের সভাপতি নুরুল আবছার বাবুল বলেন, মিরসরাই সমিতি-দোহা কাতারের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ওয়াহিদুল আলমের লাশ দেশে আনার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ তার পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। এই সমিতি শুরুর লগ্ন থেকে নানা সমাজকল্যাণমুখী কর্মকান্ড সম্পাদন করে যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে।