মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম’র প্রকাশনা পরিষদের সভা

25

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর প্রকাশনা পরিষদের সভা মহানগরীর জুবলি রোডস্থ ক্লিফটন গ্রæপের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিগত দিনের কর্মকান্ড এবং সকল সদস্যদের পরিচিতি সমূহ তুলে ধরতে প্রায় পাঁচশ পৃষ্টা সমৃদ্ধ চার রঙের ম্যাগাজিন ‘হৃদয়ে মিরসরাই’ প্রকাশ উপলক্ষ্যে এসোসিয়েশনের প্রকাশনা পরিষদ এ সভার আয়োজন করে। গত ৯ অক্টোবর বুধবার রাতে সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শ্রী কালু কুমার দে। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, সাবেক সভাপতি এড. আবদুল মন্নান, এসোসিয়েশনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, সাবেক সভাপতি লায়ন মো. তাহের আহমদ, এসোসিয়েশনের উর্ধতন সহ-সভাপতি এস. এম. মহিউদ্দিন,এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবদুল হাশিম চৌধুরী। সভায় প্রকাশনার প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক (১ম) ও প্রকাশনার আহবায়ক এস এম আবুল হোসেন। এসোসিয়েশনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং প্রকাশনা পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ইরানের পরিচালনায় বক্তব্য রাখেন, দপ্তর সম্পাদক এম.এইচ ইকবাল বাহার, সমাজ কল্যাণ সম্পাদক লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, আজীবন সদস্য আজিজ উদ্দিন চৌধুরী, আজীবন সদস্য বিশ্বজিৎ পাল প্রমূখ। সভায় ২০২০ সালের ফেব্রুয়ারীর মধ্যে বর্ধিত কলেবরে এসোসিয়েশনের ‘হৃদয়ে মিরসরাই’ স্মরণিকা প্রকাশের লক্ষ্যে সবাইকে নিজ নিজ দায়িত্ব বন্টন করে দেয়া হয়। এছাড়া সদস্যদের নাম-ছবি সম্বিলিত, মুক্তিযুদ্ধের হাজারো স্মৃতি এবং বহু কীর্তিমান মানুষের পদচারণায় ধন্য মিরসারইয়ে অতীতের দুর্লভ স্মৃতিগুলো ‘হৃদয়ে মিরসরাই’ প্রকাশনায় প্রকাশের সিন্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি