মিরসরাইয়ে প্রশাসনের উদ্যোগে মডেল আশ্রয়ণ প্রকল্পে চিকিৎসাসেবা

14

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দেশের প্রথমবারের মতো ক্রয় করা নিজস্ব জমিতে ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয় মডেল আশ্রয়ণ প্রকল্প। ক্রয় করা ভূমিতে এটিই সরকারের প্রথম আশ্রয়ণ প্রকল্প। মিরসরাই উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কিছমত জাফরাবাদ গ্রামে ২ দশমিক ৬০ একর জমিতে ভূমিহীনও গৃহহীনদের জন্য নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পে শনিবার মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের উদ্যোগে এবং কয়েকটি সংস্থার সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সহযোগি সংস্থাগুলো হলো মিরসরাই উপজেলা প্রশাসন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমফোর্ট হাসপাতাল লিমিটেড এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আঞ্চলিক গবেষণা কেন্দ্র নয়া দালান, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই। এসব সংস্থার উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের প্রায় ৫ শতাধিক বাসিন্দাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবার মধ্যে ছিল- ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা বিতরণ। এসময় ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়। এছাড়া মিরসরাই উপজেলা প্রশাসন ও আঞ্চলিক গবেষণা কেন্দ্র নয়া দালানের যৌথ উদ্যোগে ‘নিজের পায়ে দাঁড়াই’ আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম দিদার, নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মিনহাজ উদ্দিন রাজু, শিশু বিশেষজ্ঞ ডা. ফারাহ তানজিম, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম রিয়াদ, ডা. সাদেকুর রহমান, লায়ন মঈন উদ্দিন, সহ-সভাপতি লায়ন আশরাফ উদ্দিন, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, সাইয়েদা ফাহমিন, নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, রিসার্চ এসিসটেন্ট হক ইবনে আযোহান আবরার, কন্টিবিউটর ইব্রাহিম চাদনাম, লাহেথ মজুমদার লিমন, রিফাত রহমান, শওকত হোসেন, আবদুল নঈম রাহাত প্রমুখ। ক্যাম্পেইনে ১২০ জনের চক্ষু সেবা, ৭১ জনকে চশমা প্রদান, ৯ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া সাড়ে ৪ শত জনের বøাড গ্রæপিং, ৩৯০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং প্রায় ৩ শত জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, কিছমত জাফরাবাদ মডেল আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেজন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামীতেও জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।