মিরসরাইয়ে দুই প্রবাসীর ঘরে ডাকাতি

40

মিরসরাইয়ে দুই প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুখোশ পরা ডাকাতদল অস্ত্রের মুখে উভয় ঘরের সদস্যদের জিম্মি করে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় প্রবাসীর স্ত্রী শাহিন আক্তার বাদি হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার ১২নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চৌধুরী পাড়ার জামান উল্যাহ ভ‚ঁইয়া বাড়ির প্রবাসী মদিন উল্যাহ ও নুরুল আলমের ঘরে এই ঘটনা ঘটে। এসময় মুখোশ পরা ডাকাতরা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে হাত ও মুখ বেঁধে নগদ দুই লক্ষ টাকা, প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ওমান প্রবাসী মদিন উল্যার স্ত্রী শাহীন আক্তার জানান, শুক্রবার ভোর রাতে ৭ থেকে ৮ জনের ডাকাত দল বাড়ির মেইন গেইট, ঘরের লোহার গেইট ও ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবার হাত ও মুখ বেঁধে আলমারি খুলে জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একই সময় কুয়েত প্রবাসী নুরুল আলমের ঘর থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই পপি আক্তার জানান, প্রবাসীর স্ত্রী শাহীন আক্তার বাদি হয়ে একটি ডাকাতির অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।