মিরসরাইয়ে তৈরি হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার

30

মিরসরাইয়ের বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মিরসরাই অটিজম সেন্টার ও বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র যৌথ উদ্যোগে এবং ক্লিফটন গ্রূপের সহযোগিতায় তৈরি হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। ভোকেশনাল ট্রেনিং সেন্টার বাস্তবায়নের লক্ষ্যে কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহনের জন্য গত ২৩ নভেম্বর অপকা’র প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লিফটন গ্রূপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মিরসরাই পৌরসভার সাবেক প্রশাসক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া, মিরসরাই অটিজম সেন্টারের এ্যাম্বাসেডর কাইয়ুম নিজামী, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ক্লিফটন গ্রূপের কর্মকর্তা এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন প্রমুখ। ক্লিফটন গ্রূপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ক্লিফটন গ্রূপ সমাজ ও দেশের উন্নয়নে কাজ করছে। করোনাকালে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। বেকারত্বের অভিশাপ ঘুচাতে হলে দক্ষতা অর্জন করতে হবে। তাই দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মিরসরাই অটিজম সেন্টারে ভোকেশনাল ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য লজিস্টিক সাপোর্ট দিবে ক্লিফটন গ্রূপ। ট্রেনিং শেষে দক্ষতার উপর সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে বিশ্বের যেকোনো স্থানে চাকুরির অবারিত সুযোগ রয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠা শিল্প কারখানায় বিভিন্ন ট্রেডে চাকুরির যে অপার সম্ভাবনা রয়েছে তা বাস্তবায়ন করতে হলে যুবক যুবতীদের দক্ষতা অর্জন করতে হবে। তার জন্য প্রয়োজন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গঠণ। মিরসরাই অটিজম সেন্টারের উদ্যোগে এবং ক্লিফটন গ্রূপের সহযোগিতায় ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে উঠলে বেকার যুবকরা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের চাকুরির উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবে।