মিরসরাইয়ে ট্রেন ও ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান গ্রেপ্তার

8

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে গত মঙ্গলবার ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জিআরপি পুলিশ। গত বুধবার রাতে নগরীর খুলশী রেল গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন (৪০) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ছলফারচর গ্রামের শহিদুল হকের পুত্র।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১টায় বালুভর্তি একটি ড্রাম ট্রাককে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ধাক্কা দিলে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের সহকারি মুরসালিন নিহত ও চালক শাহ আলম আহত হন। ঘটনার সময় গেটম্যান ঘুমের মধ্যে ছিলেন বলে এ ঘটনা ঘটে বলে জানা যায়। দায়িত্ব পালনে গাফিলতির কারণে গেটম্যান আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়।
সীতাকুন্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে জিআরপি থানায় ৩০৪ (ক) ধারায় মামলা (নং-২) দায়ের করে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত আছে।