মিরসরাইয়ে ছাত্রলীগের জঙ্গিবাদ ও মৌলবাদবিরোধী বিক্ষোভ মিছিল

15

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে চলমান সকল ষড়যন্ত্র রুখে দিবে ছাত্রলীগ। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না। বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবে। কেউ তাতে বাঁধা দিলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। গত ৪ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতামূলক বক্তব্যের প্রতিবাদে মৌলবাদীদের বিরুদ্ধে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন উপজেলা ছাত্রলীগ নেতারা। বিক্ষোভ মিছিলটি ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহব্বায়ক একরামুল হক সোহেল, আজাদ রুবেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, ‘কিছু ধর্ম ব্যবসায়ী বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করছে। অথচ তারা নিয়মিত বলৎকারে জড়িত। আমি প্রশাসনকে বলবো শিশু নির্যাতনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে। ছাত্রলীগ সব সময় মাঠে আছে, থাকবে। ভাস্কর্য নিয়ে সকল ষড়যন্ত্র রাজপথে থেকে আমরা মোকাবেলা করবো।