মিরসরাইয়ে খামারীদের মাঝে উপকরণ বিতরণ ও সভা

54

মিরসরাইয়ে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ এর আওতায় খামারীদের মাঝে পশুখাদ্য, ঔষধ, প্রনোদনা বিতরণ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গত ৩০ মার্চ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ে খামারীদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দীন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. ফরহাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক, মিরসরাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম বিভাগ ক্যাবের সভাপতি এসএম নাজের হোসাইন, ডা. আজিজুল হকসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও প্রদর্শনী সিআইজি গ্রæপের সদস্য ও ইউনিয়নের সিলবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দীন বলেন, নিরাপদ খাদ্য উৎপন্ন করতে হবে, বেশি খাদ্য উৎপন্নের নামে অনিরাপদ খাদ্য উৎপাদন করা যাবে না। ভিশন ২০২১ বাস্তবায়নে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হিসেবে দেশকে গড়ে তুলতে বর্তমান সরকার নানা কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে তার সুফল দেখা দিয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদকে আরো অগ্রসর করার জন্য সরকার স্বল্পমূল্যে ঔষধ সরবরাহসহ নানা সুবিধা প্রদান করে যাচ্ছে খামারীদের।