মিরসরাইয়ে এক সপ্তাহের ব্যবধানে শিক্ষা প্রতিষ্ঠানে আবারো চুরি

7

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এক সপ্তাহের ব্যবধানে আবারো শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় অবস্থিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল অফিসকক্ষের তালা ভেঙে দুইটি ল্যাপটপ নিয়ে যায়। এর আগে গত ২ ফেব্রুয়ারি উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ও সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। এসময় দুইটি প্রতিষ্ঠানের ল্যাপটপ, নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরের দল।
বিদ্যালয়ের নৈশ প্রহরী কামরুল হোসেন বলেন, ‘আমি স্কুলের দ্বিতীয় তলায় ঘুমে ছিলাম। তালা ভাঙার আওয়াজ শুনে নিচে নেমে এসে দেখি ৩-৪ সদস্যের একটি দল আমাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ের দুইটি আলমিরা ভেঙে দুইটি ল্যাপটপ নিয়ে গেছে।’
মজহারুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে বিদ্যালয়ে এসে দেখি আমার অফিসকক্ষের দুইটি তালা ভেঙে চোরের দল ভিতরে প্রবেশ করে দুইটি আলমিরা ভেঙে ল্যাপটপ নিয়ে যায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়।’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই চুরি হয়েছে। গত ২ ফেব্রæয়ারি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের একটি নোটিশ দেওয়া হয়েছে, স্কুল ছুটির পর তারা যেন তাদের ল্যাপটপগুলো সাথে করে নিয়ে যায়। কিন্তু তারা সেটা না করে অফিসকক্ষে ল্যাপটপ রেখে গেছে।’
ওসি আরো বলেন, ‘রাতে স্কুলের নৈশপ্রহরী বিদ্যালয়ে ছিল না। তারপরও আমরা বিষয়টি দেখছি। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’