মিরসরাইয়ে উদয়ন মেধা বৃত্তির পুরস্কার বিতরণ

58

উত্তর চট্টগ্রামের ঐহিত্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাব আয়োজিত ৩২ তম উদয়ন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৫ মার্চ করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি সালা উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম শাহীন, সাবেক কার্যকরী সদস্য সোলেমান উদ্দিন বাদশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ উল্লাহর সার্বিক তত্ত¡াবধানে বিশেষ অতিথি করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা ও কামরুল হাসান মুরাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জানে আলম, সহ-সভাপতি দিলীপ কুমার বণিক, আমিনুল হক আমিন, বর্তমান সহ-সভাপতি এ কে এম নাসিম উদ্দিন রুবেল, কেফায়েত হোসেন রাজু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহি উদ্দিন কিরণ, সহ-সাধারণ সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম, অর্থ সম্পাদক গোলাম মুর্তজা, ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন রাজু, সাহিত্য সম্পাদক রিপন কুমার দাশ, সামাজিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক সরোয়ার উদ্দিন, অফিস সম্পাদক মঞ্জুরুল আলম মিরাজ, কার্যকরী সদস্য লুৎফুর রহমান সোহাগ, আলা উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মাঈন উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে করেরহাট উদয়ন ক্লাব শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে চলেছে। প্রাথমিক বৃত্তি, বয়স্ক শিক্ষা কার্য্যক্রম, মাদকবিরোধী অভিযান, বৃক্ষরোপণ, বেওয়ারিশ লাশ দাফন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান, গরিব মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।