মিরসরাইয়ে অ্যাম্বুলেন্সে ১১ লাখ টাকার গাঁজা

6

মিরসরাই প্রতিনিধি

অ্যাম্বুলেন্সে পরিবহনকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে ৭৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। পরে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকৃত গাঁজাসহ আটক ২ জনকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কতিপয় মাদক ব্যবসায়ী একটি অ্যাম্বুলেন্সযোগে গাঁজা নিয়ে ফেনীর ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাত ১১ টায় র‌্যাবের একটি দল জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এক পর্যায়ে চেকপোস্টের দিকে আসা অ্যাম্বুলেন্সের গতিবিধি সন্দেহজনক মনে হয়। র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে অ্যাম্বুলেন্সটি দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা আসামি ফটিকছড়ির আবুল কাশেমের পুত্র নাঈম (১৯) এবং হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদ গ্রামের নছাদ আলীর পুত্র হোসেন আলীকে (২৬) আটক করতে সক্ষম হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে অ্যাম্বুলেন্সের ভিতরে ৩টি চটের বস্তায় ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ড্রাইভিং পেশার আড়ালে কৌশলে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১১ লাখ টাকা।
জোরারগঞ্জ থানার ওসি জাহেদ হোসেন জানান, অ্যাম্বুলেন্সসহ আটককৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৭। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।