মিরসরাইয়ের বারৈয়ারহাটে উচ্ছেদ অভিযান, জরিমানা

2

 

মিরসরাই উপজেলার বারৈয়ারহাট বাজার এলাকায় গতকাল বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। কোর্ট পরিচালনাকালে মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন পাকা ও টিনশেড দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে উক্ত জায়গা দখলমুক্ত করা হয়। এসময় সড়কের পাশে রাখা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে বলা হয় এবং সরকারি জায়গায় কোন ধরনের স্থাপনা নির্মাণ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযান চলাকালে বারৈয়ারহাট বাজার এলাকায় মহাসড়কের পাশে রাস্তার উপরে করাতকলের কাঠ স্তূপ করে রাখায় দু’টি করাতকলকে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রাস্তার পাশে স্তূপ করে রাখা কাঠ দ্রুত সরিয়ে নিতে বলা হয়। কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান যে, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি