‘মিরপুরের উইকেটের গ্যারান্টি নাই’

50

মিরপুর স্টেডিয়ামে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া টুর্নামেন্ট যেকোনো ম্যাচেই সবার আগে আলোচনায় থাকে ভেন্যুটির উইকেট। বিপিএলেও ভিন্ন নয়। গত ৫ জানুয়ারি শুরু হওয়া বিপিএলে এখন পর্যন্ত ১১টি ম্যাচ শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ২০০ রানের ইনিংস খেলতে পারেনি কোনো দলই। তাছাড়া হঠাৎ উইকেটের আচরণে পরির্বর্তনের কারণে মাচগুলো একপেশে হয়ে যাচ্ছে।
যার জন্য উইকেটের সমালোচনা ক্রিকেটার থেকে শুরু করে মিডিয়াপাড়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জোরালো। এবার মিরপুরের উইকেট নিয়ে কথা বললেন রংপুর রাইডার্সের স্পিন কোচ মোহাম্মদ রফিক। তার কথায়, মিরপুরের উইকেটের কোনো গ্যারান্টি নেই।
নিজেদের পঞ্চম ম্যাচকে সামনে রেখে শনিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে রংপুর। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ রফিক। আলাপকালে উইকেট প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘আপনারা জানেন, মিরপুরের উইকেট কেমন। উইকেট নিয়ে কোনো গ্যারান্টি নাই। এটা কখন কেমন আচরণ করবে কেউ জানে না। গ্রাউন্ডসম্যানরাও কিন্তু জানে না এটি কেমন আচরণ করবে। এখানকার মাটিতে আমি যতোদিন খেলেছি বা যা দেখেছি এর যে শক্তি ছিল তা শেষ হয়ে গিয়েছে।’
আসরে এখন পর্যন্ত শুধু শুক্রবার রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামাইটসের ম্যাচটি কিছুটা জমজমাট হয়েছে।