মা ডাকের চেয়ে সুমধুর ডাক আর নেই : এমপি সনি

19

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে তিনদিনব্যাপি মাতৃ সমে¥লন, মহতী র্ধমসভা ও শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ চিত্রা রাণী দে এর সভাপতিত্বে গতকাল নগরীর পাথরঘাটা রবীন্দ্র নজরুল একাডেমী প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। শ্রীমতি শাশ্বতী মজুমদারের উদ্বোধনের মাধ্যমে উৎসবে ১১ জানুয়ারি প্রথম দিনে চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্য ও মাতৃ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমতি রীতা দত্ত, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবি, কাউন্সিলর নীলু নাগ, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, সমাজসেবী রমা বিশ্বাস, অনিতা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি খাদিজাতুল আনোয়ার সনি বলেন, পৃথিবীতে মা ডাকের এর চেয়ে সুমধুর মিষ্টি ডাক আর নেই। একজন মা’ই সন্তানকে জন্মের পর থেকে শিক্ষা দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলে। উৎসবে সন্তানেরা তাদের মায়ের চরণ জল দিয়ে ধৌত করে মায়ের সেবা করেন। ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের সার্বিক সহযোগিতায় আয়োজিত উৎসবে নগরীর বিভিন্ন এলাকা থেকে ভক্তরা উৎসবে যোগ দেন। বিজ্ঞপ্তি