মা ও সৎবাবা মিলে শিশু নির্যাতন, গ্রেপ্তার

6

নিজস্ব প্রতিবেদক
পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকায় মা ও সৎবাবা মিলে সাত বছরের এক শিশুকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। গত সোমবার রাতেও খুন্তি দিয়ে নির্যাতন শুরু হলে শিশুটি চিৎকার করছিল। যার আওয়াজ প্রতিবেশিদের কানে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মা ও সৎবাবাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মা একটি পোশাক কারখানায় চাকরি করেন আর বাবা হোটেলে কাজ করেন। গ্রেপ্তারকৃত দুইজন হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলভদ্রপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে রেহেনা আক্তার (২৪) ও বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ফকিরপাড়ার জাফর ইসলামের ছেলে সেলিম উল্লাহ (৩০)। দুইজনই স্বামী-স্ত্রী পরিচয় দিলেও বিয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সোমবার রাতে গরম স্টিলের খুন্তি দিয়ে শিশুটিকে নির্যাতন করা হচ্ছিল। শিশুটির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা ও সৎবাবাকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে নিয়মিত একইভাবে নির্যাতন করা হতো বলে জানতে পেরেছি। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন আছে। শিশুটির বাবা তার মাকে ফেলে চলে যাওয়ার পর চার মাস আগে তার মা এই বিয়ে করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।