মায়ের মৃত্যুর খবর শুনে জ্ঞান হারানো পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন ওসি

17

পানছড়ি প্রতিনিধি

সকাল ১১টায় পরীক্ষা দিতে কেন্দ্রে যাবে বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আকতার। কেন্দ্র পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। কিন্তু বিধি বাম। সকাল ৮টায় সুমাইয়া জানতে পারে তার মা আর বেঁচে নেই। খবরটি শুনে সে জ্ঞান হারালে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে আসেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম। তার পাশে গিয়ে সাহস যোগানোর পাশাপাশি পরীক্ষা শুরুর মিনিট দুয়েক আগে ওসি নিজেই চালকের আসনে বসে কেন্দ্রে নিয়ে এসে পরীক্ষা দেওয়ার যাবতীয় ব্যবস্থা করেন। হাতে স্যালাইন লাগানো অবস্থায় পরীক্ষা দেয় সুমাইয়া।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, ‘এটা ছিল আমার দায়িত্ব। আমার নিজের মেয়ে মনে করে তাকে কেন্দ্রে নিয়ে সাহস যুগিয়েছি এবং দু’জন পুলিশ সার্বক্ষণিক তার পাশে থাকার ব্যবস্থা করেছি।’