মায়ের ভাষার সুরে

58

 

ভোরের আলো ফুটি ফুটি মায়ের ভাষার সুরে
অচিন পাখি ডানা মেলে যায় যে উড়ে দূরে।
কিষান ছোটে মাঠের পানে মায়ের ভাষা মুখে
মাঠে মাঠে ফলায় সোনা দারুন সৃষ্টি সুখে।

রাখাল বালক বাজায় বাঁশি মায়ের ভাষার সুরে
মনটা খোকার যায় হারিয়ে কোন সে অচিনপুরে।
মাঝি মাল্লা পালটি তুলে মায়ের ভাষার গানে
ছলাৎ ছলাৎ ময়ূরপঙ্খী যায় যে সুদূর পানে।

গাড়িয়াল ভাই মায়ের ভাষায় গায় যে উঁচু স্বরে
ক্যাচর ক্যাচর গরুর গাড়ি গাঁয়ের পথটি ধরে।
বেহারা যায় পালকি কাঁধে মায়ের ভাষার গানে
নাইয়র আসে বাপের বাড়ি মাতে খুশির বানে।

মায়ের ভাষায় বোস্টমীটা সুর তুলে যে গলায়
একতারাতে মজে সবাই বকুল গাছের তলায়।
মায়ের ভাষায় ছন্দে ছড়ায় কলম ধরে কবি
রং তুলিতে শিল্পী আঁকে নতুন দিনের ছবি।