মায়েরাই পারেন সমাজকে সমৃদ্ধ করতে : শুক্লা রক্ষিত

101

 

‘গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস)’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান গতক ১৫ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী আচার্য ও নিরূপমা দেবনাথ। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বিশিষ্ট সমাজ অনুভাবক অ্যাড. তপন কান্তি দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শিক্ষাবিদ অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল্যায়ন কর্মকর্তা অধ্যাপক ড. শুক্লা রক্ষিত। প্রধান বক্তা ছিলেন যশোদা-নগেন্দ্র নন্দী মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ধর। বিশেষ অতিথি ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথ, চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশ, অ্যাড. শুভাশীষ শর্মা, অধ্যাপক অসীম চক্রবর্তী। অনুষ্ঠানে রত্নাগর্ভা ও আলোকিত নারী হিসেবে শিল্পপতি অধ্যাপক শুভ্রা দাশ, মুক্তিযোদ্ধা মিনু রানী দাস, অ্যাড. স্বপ্না রানী ভৌমিক, ডা. মৌমিতা দাশ, নাট্যজন শিপ্রা চৌধুরী, শিল্পী প্রিয়া ভৌমিক, অ্যাড. সুমিত্রা সেন, রাজবালা দেবী, সুচিত্রা ধর, কুন্তী রানী শীল, অধ্যাপক বিচিত্রা সেন, অরুণ বালা শীল, সংযুক্তা চক্রবর্তী, চিনু প্রভা দেবী, লক্ষী দেবী, বিন্দু প্রভা সেন, অধ্যাপক কৃষ্ণা দাশ ও সঞ্চিতা চক্রবর্তী ইতুকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রিয়াংকা বণিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক রূপন দাশ, সংগঠক অর্জুন কান্তি নাথ, প্রিয়াশীষ চক্রবর্তী, নিউটন দত্ত, টিটু দাশ, রত্না দত্ত, সুব্রত নাথ রুবেল, ডা. শুভংকর দাশ, মানসী আচার্য, মৌসুমী চৌধুরী, মুক্তা সেন, নিঝুম দাশ, চম্পা চৌধুরী, করুনা আচার্য, শিউলী শীল, অ্যাড. প্রকাশ কান্তি নাথ, স্বরূপ শীল, প্রকৌশলী শাপলা দেওয়ানজী, অনিক চৌধুরী, শেলী দাশ, আশীষ চৌধুরী, সঙ্গীতা দেবী প্রমুখ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- সঙ্গীতানুষ্ঠান, শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ, কম্বল বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, কুইক কুইজ, র‌্যাফেল ড্র, কর্মী সম্মেলন, মধ্যাহ্ন ভোজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শুক্লা রক্ষিত বলেন, সমগ্র সমাজ ব্যবস্থাকে সমৃদ্ধ করতে মাতৃ সমাজের কোন বিকল্প নেই। আজকের প্রজন্মকে আলোকিত করতে হলে মায়েদের আলোকিত হতে হবে। একজন যোগ্য মা-ই পারে একজন আদর্শ সন্তান গড়ে তুলতে। কেননা মা-ই সন্তানের কাছে প্রথম শিক্ষক এবং পরিবার প্রথম বিদ্যালয়। বিজ্ঞপ্তি