মাহে রমজানের ইফতারসামগ্রী বিতরণ ও মাহফিল অনুষ্ঠিত

17

মরহুম মাওলানা আমিন
শরীফ (রহ.) ফাউন্ডেশন
পেকুয়ার রাজাখালী কাঞ্চনপাড়ায় মরহুম মাওলানা আমিন শরীফ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১ এপ্রিল আমিন শরীফ মঞ্জিলে এসব ইফতারসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার ছরওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক রাকিব আল হাসান রুবেল, আবুল আনছার, মোহাম্মদ আনছার, মোহাম্মদ জয়নাল আবেদিন প্রমুখ। ইফতার বিতরণকালে মাস্টার ছরওয়ার আলম বলেন, বাবা সবসময় সমাজের গরিব-অসহায়দের পাশে দাঁড়াতেন। তার আদর্শকে বুকে ধারণ করে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য। আমরা যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব-অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না। বিজ্ঞপ্তি

হাটহাজারী ব্যবসায়ী
কল্যাণ সমিতি
হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১ মার্চ) হাটহাজারী পৌরসভার বাসস্টেশনের আল-আমিন হাশেমী রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নগরীর চকবাজার বাকলিয়া অলিমিয়া সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন। আলোচনা সভায় সংগঠনের সভাপতি এস এম মঈন উদ্দিন, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়–য়া, সাবেক সভাপতি এস এম লোকমান সিকদার, কে এম হারুনুর রশিদ, ফরিদ আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক রিজাউল আমিন বাবুল, মোজাফফর আহাম্মদ, সাধারণ সম্পাদক মো. আলী আজম, হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনসুর আলী, দফতর সম্পাদক মো. আবু তালেব, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, হারুণ সওদাগর, জসিম উদ্দিন বাবুল, আবু তৈয়ব, আজিজুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আইযুব খান, রাশেদুল আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলমগীর মিন্টু, মো. হাবিবুল্লাহ এবং হুমাযুন কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।-হাটহাজারী প্রতিনিধি

শাহছুফি তোফর আলী
শাহ স্মৃতি সংসদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালী উপজেলার পুর্ব চরণদ্বীপ হযরতশাহ ছুফি তোফর আলী শাহ স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ করেন। গত ৩১ মার্চ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক সওদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুবেলের সঞ্চালনে এ সময় উপস্থিত ছিলেন চরনদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি লাল মোহাম্মদ লালু, সাধারণ সম্পাদক মোঃ জাফর, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিক মেম্বার, সাবের আহমদ রিজভী, সালাহউদ্দিন মাহমুদ, হুমায়ন রশীদ সুমন, মাওলানা আবদুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি

সারোয়াতলী আ’লা
হযরত স্মৃতি সংসদ
বোয়ালখালীতে সারোয়াতলী আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে গরীব দুঃস্থ মানুষের মাঝে শুকনা ইফতার সামগ্রি বিতরণ, ঈদ সামগ্রি বিতরণ ও ইফতার মাহফিল বোয়ালখালীর সারোয়াতলীর সংগঠনের কার্যালয়ে গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পাঁচখাইন মহিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী। অনুষ্ঠানে অতিথি আরো বক্তব্য রাখেন মু. মফিজুর রহমান মিয়াজী, সাইফুদ্দীন তাহেরী, ছৈয়দুল হক কোম্পানি, মিজানুল ইসলাম, মো. ফারুক আহমেদ, নুরুল হুদা, আবদুল করিম, শহিদুল ইসলাম, জাহেদ ফারুকী, দিদারুল আলম সওদাগর, মো. ইরফান সিকদার, মহিউদ্দিন সিকদার, মো. জামাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

সাংবাদিক সংসদ
কক্সবাজার
সাংবাদিক সংসদ, কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হোটেল মিশুকের হল রুমে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল।
সভায় অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, টুয়াকের সভাপতি রেজাউল করিম, টুয়াকের সভাপতি আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক একেএম মুনীবুর রহমান টিটু, কক্সবাজার সদর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বেদারুল আলম, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার এর সভাপতি এইচ এম নজরুল ইসলাম ও বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম। বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সমাজের সকল বিভেদ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে। সাংবাদিক সংসদ কক্সবাজারের সদস্যরা বেশিরভাগই তরুণ, তারা যে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদগাঁও প্রতিনিধি

ইসলামী ফ্রন্ট
মাদামবিবির হাট শাখা
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, সীতাকুন্ড মাদামবিবির হাট শাখার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল ১ এপ্রিল বিকেলে শাহজানীয়া দাখিল মাদাসা মিলনায়তনে মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ ফারুক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা নছিম উদ্দিন আলকাদেরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ আবু মুসা, মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ নাজমুল, মুহাম্মদ রাকিব ও মুহাম্মদ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি

রাউজানে শাহ্ এমদাদীয়া
ইফতার মাহফিল ও ৩শ পরিবারে সাহারি সামগ্রী বিতরণ আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) রাউজান শাহনগর সাফলঙ্গা ছত্রপাড়া দলিলাবাদ দায়রা শাখার ব্যবস্থাপনায় গত ১ মার্চ, শনিবার দায়রা শরীফে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। দায়রা শাখার সভাপতি ও রাউজান উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন রাউজান উপজেলা শাখার সভাপতি মো. ইউনুছ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. ইউসুফ, হাটহাজারী উপজেলার সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, কর্মকর্তা এনায়েত উল্লাহ, মাওলানা রফিকউল ইসলাম রেজভী, মাওলানা শফিউল আলম হোসাইনী, মো. সেলিম উদ্দীন, মো. নাছির উদ্দীন, আলাউদ্দিন, মো. মিয়া, বেলাল হোসেন, মো. জসিম উদ্দিন সিকদার, মো. জসিম কোম্পানি, প্রবাসী মো.রাশেদ, মো. ইলিয়াছ, মো. আরিফ, বেলাল হোসেন সিফাত। বক্তব্য রাখেন মো.ইদ্রিছ সওদাগর, মো. ইদ্রিস, আবু ছৈয়দ, মুমিন আকবর কানন, ডা. মো.হেলাল উদ্দিন, মো. আলী আজগর, মো. কামাল উদ্দীন, ওসমান গনি, মো. মুবিন, মো. নাছির উদ্দীন, মো. শামসুল আলম প্রমুখ।- রাউজান প্রতিনিধি