মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

27

 

পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)’র স্মৃতিময় মাস পবিত্র রবিউল আউয়াল শরীফ’র শুভাগমনকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের স্বাগত র‌্যালি বের করে। ৬ অক্টোবর বিকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে বের হয়ে আহলান সাহলান মাহে রবিউল আউয়াল আস-সালাম, হামদ-না’ত, সালাতুস সালামসহ নানা ইসলামিক স্লোগানে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক জামালখান প্রেস ক্লাবের সামনে এসে মিলাদ-কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয় র‌্যালি। বিকেল ৩টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সমাবেশে বক্তারা বলেন, সৃষ্টির মূল রহস্য রাসূলে করিম (দ)’র পৃথিবীতে শুভাগমন বিশ্ব মানবতার জন্যে এক মহা নেয়ামত। আর এ মহা নেয়ামত প্রাপ্তিতে শোকরিয়া আদায়ের মাধ্যমে সফলতা অর্জনের নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে করিমে। বক্তারা আগামী ১২ রবিউল আওয়াল আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলছে ঈদে মিলাদুন্নবীকে সফল ও স্বার্থক করে তোলার জন্য আহ্বান জানান। মহানগর কমিটির সভাপতি মুহাম্মদ মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মুহাম্মদ মহসিন, প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ আনোয়ার হোসেন। র‌্যালি উদ্বোধন করেন পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দীন মোহাম্মদ শাকের, মুহাম্মদ আনোয়ারুল হক, শাহজাদ ইবনে দিদার, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মুহাম্মদ মাহবুবুল হক খান, তছকির আহমদ, মাহবুবে এলাহী সিকদার, মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মনোয়ার হোসেন মুন্না, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হক বীরপ্রতীক, শাহ নুর মোহাম্মদ আলকাদেরী প্রমুখ। র‌্যালি শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী। বিজ্ঞপ্তি