মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে সীতাকুন্ডে র‌্যালি

6

সীতাকুন্ড প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ এর মাস রবিউল আউয়াল এর শুভাগমনে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলার উদ্যেগে গত শুক্রবার বিকালে সীতাকুন্ডে জশনে জুলুস বা আনন্দ র‌্যালি বের করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তী র‌্যালীটি সীতাকুন্ড পৌরসভা এলাকা আওতাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ পদক্ষিন করে মুনাজাতের মাধ্যমে সম্পন্ন করেন। এ সময় সীতাকুন্ড গাউসিয়া কমিটির ও সীতাকুন্ডের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় কয়েক হাজার ধর্মপ্রান কর্মী ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালি পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, এই রবিউল মাসের ১২ তারিখ বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী রাসূলে পাক দঃ কে আল্লাহ তায়ালা দুনিয়াতে সমস্ত সৃষ্টির রহমত হিসেবে প্রেরণ করেন। আর এই রহমতের শোকরিয়া স্বরুপ প্রতিবছর ধর্মপ্রান আশেকে রাসূল দঃ গন বিশ্বের আনাচে কানাচে জশনে জুলুছ বা আনন্দ র‌্যালী বের করেন। এই সময় বক্তারা আগামী ১২ রবিউল আউয়াল আঞ্জুমানে রহমানিয়া আহম্মদিয়া সুন্নীয়ার ব্যাবস্থাপনায় অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুস এর সফলতা কামনা করেন। একইভাবে তারা সরকারকে ধন্যবাদ জানান এই প্রথম বারের মত রবিউল আউয়াল পালনের স্বিদান্ত গ্রহণ করায়। সীতাকুন্ড গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলি সিদ্দিকীর সঞ্চালনায় উক্ত সমাবেশ ও জুলুসে আরোও উপস্থিত ছিলেন মোবারক হোসেন, মাওলানা মুজিব উদ্দীন, মাওলানা খুরশিদুল আলম, কামাল উদ্দীন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা আতিকুল্লাহ, মাওলনা আবূ কায়সার, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ আলাউদ্দীন, মুজিব উদ্দীন চৌধুরীসহ সীতাকুন্ড গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।