মাস্টারপ্ল্যানে এগোবে জঙ্গল সলিমপুরের মহাপরিকল্পনা

36

 

নিজস্ব প্রতিবেদক

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরসহ তৎসলগ্ন এলাকার উন্নয়ন হবে সুপরিকল্পিতভাবে। সেখানের প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাস জায়গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে মাস্টারপ্ল্যানের আওতায়।
এ লক্ষ্যে আজ শুক্রবার বেলা ১২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। এ সভায় বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে স্ব স্ব দপ্তরের তথ্য-উপাত্ত এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবেন।
চট্টগ্রামের জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস এ সভার বিষয়টি নিশ্চিত করেছেন।
জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনার কথা প্রথমে মাথায় আনেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। গত ১ জুলাই তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ জেলা প্রশাসক সলিমপুর পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি নিজের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। এরই আলোকে পরবর্তীতে ভূমিমন্ত্রীও এলাকাটি পরিদর্শনে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। কয়েকদিনের ব্যবধানে সরকারের দু’জন গুরুত্বপূর্ণ মন্ত্রী জঙ্গল সলিমপুর পরিদর্শন করার পর থেকে সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যে পরিকল্পনার আওতায় প্রাকৃতিক পরিবেশেই জঙ্গল সলিমপুরে গড়ে উঠবে আধুনিক অবকাঠামো।