মাস্ক, পিপিইর ঘাটতি মেটানোর ডাকে সাড়া ফ্যাশন ইন্ডাস্ট্রির

17

করোনাভাইরাসের কারণে বৈশ্বিক সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটায় বেশিরভাগ দোকান ও শো-রুম বন্ধ থাকলেও ডিজাইনার, নামিদামি ব্র্যান্ড ও ফ্যাশনজগতের জায়ান্টরা এখন উপদ্রুত দেশগুলোতে মাস্ক, পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও কভিড-১৯ রোগের চিকিৎসায় প্রয়োজনীয় নানান উপকরণের ঘাটতি মেটাতে নেমে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে বিভিন্ন কারখানা মাস্ক, পিপিই ও চিকিৎসা উপকরণের উৎপাদন বাড়াতে কাজ করলেও তা পর্যাপ্ত না হওয়ায় করোনাভাইরাসের দাপট কমিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বাধ্য হয়ে অনেক স্বাস্থ্যকর্মীকেই রোগীদের ব্যবহৃত পুরনো মাস্ক পুনর্ব্যবহার করতে হচ্ছে কিংবা নিজেদেরই বানিয়ে নিতে হচ্ছে বলে জানিয়েছে সিএনএন।