মালয়েশিয়া যাওয়ার পথে ৪৮ রোহিঙ্গা উদ্ধার

21

পূর্বদেশ অনলাইন
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের উখিয়া ভূমি অফিসের সামনে থেকে ৪৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছয় মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিকালে উখিয়া ভূমি অফিসের সামনে থেকে তাদের উদ্ধার ও পাচারকারীদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি সনজুর মোরশেদ।
তিনি বলেন, সোমবার বিকালে রোহিঙ্গাদের একটি দল সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নারী-শিশুসহ ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদেরকে পাচারের অভিযোগে ছয় দালালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এর আগে, গত ৩১ মার্চ উখিয়া থেকে নারী-শিশুসহ ৫৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। পাশাপাশি এক স্থানীয় ও দুই রোহিঙ্গা দালালকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ মার্চ মালয়েশিয়া যাওয়ার সময় মহেশখালীর উপকূল থেকে নারী-শিশুসহ ১৪৯ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাদের ভাসানচরে পাঠানো হয়।