মালয়েশিয়ার পর ইরানের কাছেও বিধ্বস্ত বাংলাদেশ

20

ইনডোর এশিয়া হকি কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারে যাত্রা শুরু করা বাংলাদেশ হকি দল দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে বিধ্বস্ত হয়েছে আরও বড় ব্যবধানে। থাইল্যান্ডের চোনবুড়িতে ইরানের কাছে জিমি-শিতুলরা হেরেছে ৮-০ ব্যবধানে। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল ৬-০ ব্যবধানে। দুটিই টুর্নামেন্ট সবচেয়ে শক্তিশালী দল। মালয়েশিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পদকজয়ী। আর ইরান বর্তমান চ্যাম্পিয়ন। সাতবারের চ্যাম্পিয়ন ইরানের সঙ্গে আগের ম্যাচের তুলনায় ভালোই খেলেছে বাংলাদেশ। তবে, সেমি ফাইনালের স্বপ্ন এখনও শেষ হয়নি বাংলাদেশের। সামনের ম্যাচে ফিলিপাইনকে হারাতে হবে জিমি-শিতুলদের আজ বুধবার ম্যাচটি হবে একই ভেন্যুতে। এর পর ১৭ থেকে ১৮ জুলাই গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে শিতুলদের প্রতিপক্ষ ফিলিপাইন এবং স্বাগতিক থাইল্যান্ড। সবশেষ আসরে (২০১৭ সালে) ৮ দল অংশ নিলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।