মালয়েশিয়ার ইউটিপিতে যাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

24

বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে বিশ্বমানের জ্ঞান ছড়িয়ে দেয়ার যে লক্ষ্য নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছিলো ইস্ট ডেল্টা ইউনভার্সিটি (ইডিইউ), তা অর্জনে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়। ইডিইউর অর্জনের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হলো মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারী ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি)। সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শ্রেষ্ঠ একশ’ বিশ্ববিদ্যালয়ের একটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে এশিয়ার অন্যতম সেরা এ বিশ্ববিদ্যালয়। এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় এখন ইডিইউর শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য পড়তে এবং ফ্যাকাল্টি মেম্বাররা পিএইডির গবেষণার জন্য ইউটিপি’তে যেতে পারবে। উভয় বিশ্ববিদ্যালয়ই গবেষণা ও জ্ঞানের উন্নয়নে পরস্পরের রিসোর্স ব্যবহারের সুযোগ পাচ্ছে। এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুরু থেকেই বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে কাজ করছে। এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া নিঃসন্দেহে আনন্দের। প্রযুক্তিক্ষেত্রে, বিশেষত ইঞ্জিনিয়ারিংয়ে তাদের দক্ষতা ও গবেষণা অন্যদের জন্য অনুকরণীয়। তেল-গ্যাসক্ষেত্রে কর্মরত বিশ্ববিখ্যাত পেট্রোনাস গ্রূপের সঙ্গে যুগপৎভাবে কাজ করছে ইউটিপি।