মালিতে ‘জঙ্গি’ হামলায় ২৫ সেনা নিহত, নিখোঁজ ৬০

42

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দুটি সেনাফাঁড়িতে ‘জঙ্গি’ হামলায় অন্তত ২৫ সেনা নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬০ জনেরও বেশি। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মালি সরকারের বরাত দিয়ে খবরে বলা হয়, গত সোমবার বুরকিনা ফাসোর সীমান্তবর্তী বোলকেসি ও মন্দোরো শহরের দুই সেনাফাঁড়িতে ওই হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, দুটি সেনাফাঁড়িই পুনর্দখল করা হয়েছে। সেনাবাহিনীর হাতে এ সময় ১৫ জঙ্গি নিহত হন। কিন্তু এ হামলার ঘটনায় বিপুল পরিমাণ সরকারি অস্ত্র খোয়া গেছে। চলতি বছরে সরকারি বাহিনীর বিরুদ্ধে এটি ভয়াবহতম হামলাগুলোর একটি। এরপরপরই ওই এলাকায় ফরাসি বাহিনী ও বুরকিনা ফাসোর সঙ্গে মিলিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করছে দেশটি।
এ হামলার ঘটনায় ইসলামি চরমপন্থি সংগঠন ‘আনসারুল ইসলাম’র সদস্যদের দায়ী করা হচ্ছে। ২০১৬ সালে জনপ্রিয় ও চরমপন্থি ইসলামি বক্তা ইব্রাহিম মালাম দিকোর নেতৃত্বে এ সংগঠন আত্মপ্রকাশ করে। এর আগে ২০১২ সালে ইব্রাহিম দেশটির উত্তরাঞ্চলে ইসলামি চরমপন্থিদের সঙ্গে একজোট হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করেন। ২০১২ সাল থেকেই বিভিন্ন ‘জিহাদি গোষ্ঠীর’ হামলা ও জাতিগত সহিংসতার শিকার মালি। সে বছরই ইসলামি চরমপন্থিরা দেশটির উত্তরাঞ্চল দখলে নেয়। এরই জেরে পরবর্তীতে ওই অঞ্চলে সামরিক হস্তক্ষেপ চালায় ফ্রান্স। চরমপন্থিদের মোকাবেলায় ফ্রান্সের সমর্থনে মালি, বুরকিনা ফাসো, চাদ, নাইজার ও মৌরিতানিয়া একজোট হয়ে জি৫ সাহেল বাহিনী গঠন করে।