মালিক ফেরত পেল হারানো ১০৬ মহিষ 

34

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপের হারিয়ে যাওয়া ১০৬টি মহিষ উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে জোয়ারে মহিষগুলো ভেসে গিয়েছিল। সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অতিরিক্ত জোয়ারের পানিতে ভাষাণচর থেকে ৭শ এবং উরিরচর থেকে ৩শ মহিষ ভেসে হারিয়ে যায়। জোয়ারের পানির স্রোতে কিছু মহিষ সন্দ্বীপ উপজেলার মগধরা ও সারিকাইত ইউনিয়নে উঠে। এসময় স্থানীয়রা মহিষগুলো আটক করে। খবর পেয়ে সন্দ্বীপ থানার পুলিশ মহিষগুলোকে জব্দ দেখিয়ে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখে। এরপর তিনদিনে অভিযান চালিয়ে সারিকাইত থেকে ৫৪টি, মগধরা থেকে ৪৭টি এবং বিক্ষিপ্তভাবে আরো ৫টি মহিষ উদ্ধার করা হয়। মহিষ হারানোর বিষয়ে মহিষের মালিকপক্ষ মঙ্গলবার ভাষাণচর থানায় জিডি করে। ভেসে আসা মহিষ উদ্ধারের খবর পেয়ে তারা সন্দ্বীপ থানায় এসে জিডির কপি জমা দেন। পুলিশ জিডিতে উল্লেখিত মহিষের শরীরের চিহ্ন অনুসারে ১৭ জন মালিক সনাক্ত করে। শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ও সন্দ্বীপ থানার পুলিশের উপস্থিতিতে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় মহিষগুলো হস্তান্তর করেন। হারানো মহিষ খুঁজে পেয়ে আনন্দিত মালিকপক্ষ। মহিষ মালিক উরিরচরের মো.জুয়েল বলেন, ঘূর্ণিঝড়ে আমার ২০৯টি মহিষ ভেসে গেছে। সন্দ্বীপ থেকে ৪১ টি খুঁজে পেয়েছি। সীতাকুণ্ডে কিছু মহিষ উদ্ধার হয়েছে। হারিয়ে যাওয়া মহিষ ফিরে পাব সেটা ভাবিনি। সন্দ্বীপ থানার পুলিশের ওসি শহীদুল ইসলাম জানান, আমরা তিনদিন খুঁজে সন্দ্বীপের কয়েকটি এলাকা থেকে মোট ১০৬ টি মহিষ উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে মহিষগুলো হস্তান্তর করি। আরো মহিষ আছে কিনা আমারা সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন জানান, মহিষগুলোর ১৭ জন মালিক সনাক্ত করে তাদের দেওয়া হয়েছে।