মালদ্বীপের রেস্তোরাঁর প্রবাসী ওয়েটারকে ছুরি মেরে হত্যা

13

 

মালদ্বীপের হুলহুমালে অবস্থিত একটি খাবারের রেস্তোরাঁয় সে দেশের একজন শেফ ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রবাসী এক ওয়েটারকে। পুলিশ প্রাথমিকভাবে নিহত ওয়েটারকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে। ঘটনাটি ঘটেছে হুলহুমালের খানজি রেস্তোরাঁয়। রেস্তোরাঁর শেফ, ২৬ বছর বয়সী মোহাম্মদ আবিদকে ওই ঘটনার হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিহত ব্যক্তি একই রেস্তোরাঁর একজন ওয়েটার ছিলেন। মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, হুলহুমলে রেস্তোরাঁয় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। হামলাকারী তার শরীরে একাধিকবার ছুরিকাঘাত করে। আহত ব্যক্তিকে হুলহুমালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এর আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ তাকে বিপজ্জনক ব্যক্তি হিসাবে শ্রেণীবদ্ধ করেছে এবং সন্দেহভাজন ব্যক্তির সাথে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেছে।