মার্কিন থিংক ট্যাংক উইঘুরা গণহত্যার শিকার হচ্ছে

8

জিনজিয়াং প্রদেশে মুসলিম উইঘুর জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চলছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের একটি থিংক ট্যাংক। মঙ্গলবার নিউজলাইন ইনস্টিটিউট ফর স্ট্রাটেজি অ্যান্ড পলিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং উইঘুরদের ওপর জাতিসংঘের গণহত্যা বিরোধী কনভেনশনে নিষিদ্ধ সব কর্মকান্ড পরিচালনা করছে বলে ‘স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশের পক্ষ থেকে একই অভিযোগ আনা হলেও তা অস্বীকার করেছে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উইঘুর মুসলমানদের সঙ্গে চীনের আচরণকে ইতোমধ্যে গণহত্যা বলে আখ্যা দিয়েছে মার্কিন সরকার এবং কানাডা ও নেদারল্যান্ডসের পার্লামেন্ট।
মানবাধিকার হরণের অভিযোগে বেশ কয়েক জন চীনা কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তারপরও গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। তাদের দাবি উগ্রবাদ মোকাবিলায় জিনজিয়াং-এ অন্তবর্তী শিবির এবং ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র চালানো হচ্ছে।