মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

2

নিজেদের জলসীমা থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার জাপান সাগরে রুশ-চীন নৌ মহড়ার সময় এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। “রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি নৌযানের মধ্যে যা যা হয়েছে বলে জানিয়েছে তা মিথ্যা। সব সময় ইউএসএস চেফি আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে আসছে,” বিবৃতিতে বলেছে মার্কিন সামরিক বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন যান অ্যাডমিরাল ট্রিবিউট মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস চাফেকে রেডিওতে সতর্ক বার্তা পাঠায়। নৌযান চলাচলের জন্য বন্ধ জলসীমায় প্রবেশ করায় সতর্ক করা হয়।
মন্ত্রণালয় আরও জানায়, মার্কিন ডেস্ট্রয়ার নিজের গতিপথ না পাল্টে নিজেদের পতাকা উড্ডয়ন করে। যার অর্থ হলো তারা ডেক থেকে হেলিকপ্টার টেক অফ করবে। আন্তর্জাতিক আইন মেনে অ্যাডমিরাল ট্রিবিউট অনুপ্রবেশ-কারীদের বের করে দেওয়ার উদ্যোগ নেয়। এক পর্যায়ে নৌযান দুটি ৬০ মিটার দূরত্বে চলে আসে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
রুশ বার্তা সংস্থা রিয়া জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন সামরিক অ্যাটাশেকে তলব করেছে।