মারাদোনার শরীরে সফল অস্ত্রোপচার

37

বুয়েনস আইরেসের একটি হাসপাতালে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার শরীরে সফল অস্ত্রোপচার হয়েছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের আইনজীবী মাতিয়াস মোরলা রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় খবরটি জানান।
গত সপ্তাহে পাকস্থলীতে রক্তক্ষরণজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া মারাদোনার সুস্থ থাকার কথা নিশ্চিত করেছিলেন তার মেয়ে দালমা। বুয়েনস আইরেসে ৫৮ বছর বয়সী সাবেক এই ফুটবলারের নিয়মিত মেডিক্যাল পরীক্ষার সময় পাকস্থলীর ওই সমস্যা ধরা পড়েছিল। পরে মারাদোনা নিজেও ইনস্টাগ্রামে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, সুস্থ আছেন তিনি, নাতি ও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।
তবে রোববার টুইটারে এক বার্তায় মোরলা লেখেন, “দিয়েগো মারাদোনার অস্ত্রোপচার শেষ হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সবকিছু ঠিকঠাক হয়েছে।”
“এখন আমরা দিয়েগোর সেরে ওঠার অপেক্ষা করছি। যাতে করে সে যত দ্রুত সম্ভব কাজে ফিরতে পারে।”
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া মারাদোনা বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচ হিসেবে আছেন