মারমা লিবারেশন পার্টির ২ সদস্য অস্ত্রসহ আটক

8

বান্দরবানে আঞ্চলিক সংগঠন ‘মারমা লিবারেশন পার্টির’ ২ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশে তৈরি বন্দুক ও ৪টি কার্তুজ।
আটকৃতরা হলেন মংএচিং মার্মা ও হাইসিং মং মার্মা। তাদের বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে।
জানা গেছে, গতকাল সোমবার ভোর রাতে বান্দরবানের কুহালং ইউনিয়নের ডলুপাড়া চেকপোস্টে ২ জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে অতিক্রম করার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের থামাতে সংকেত দেন। কিন্তু তারা মোটরসাইকেল দ্রুত চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। এরপর কিছুদূর গিয়ে রাস্তার পাশে পড়ে যান। এসময় পুলিশ ও সেনা সদস্যরা তাদের আটক করে এবং তল্লাশি করে বন্দুক ও কার্তুজগুলো উদ্ধার করে। এ সময় তাদের ২টি মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, তারা মারমা লিবারেশন পার্টির সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।