মারকাজুল কুরআন মাদরাসার সবক দান অনুষ্ঠান

24

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মানব চরিত্রের শ্রেষ্ঠ গুণ সততা ও নৈতিকতা এবং সন্তানদের চারিত্রিক মাধুর্য্যতায় ফিরানোর জন্য পিতা-মাতাকে তাদের শৈশবেই তৎপর ও যত্নবান হতে হবে। আল কুরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাঠকৃত গ্রন্থ এবং মানব মুক্তির সনদ। গতকাল বিকেলে নগরীর সদরঘাট নূরে মদিনা মারকাজুল কুরআন মাদরাসার সবক দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা হাফেজ শহীদুল্লাহর ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আসহাব উদ্দিন আল আজাদ, মাওলানা সাদেক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি