মামুরখাইন হরিমন্দির মহোৎসবে বস্ত্র বিতরণ

118

 

আনোয়ারা উপজেলা পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন হরিমন্দিরের ১৬ তম মহোৎব উপলক্ষে গীতাস্কুরের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বস্ত্রবিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহা নামযজ্ঞ সম্পন্ন হয় সম্প্রতি। সভায় সভাপতিত্ব করেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি গৌতম গুহ বাচ্চূ। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা গীতা শিক্ষা কমিটির সভাপতি কল্লোল সেন, সাধারণ সম্পাদক লায়ন অজিত নাথ এবং মহোৎসব প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার নন্দী, মামুরখাইন হরিমন্দির সভাপতি অনিল আইচ, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, কোষাধ্যক্ষ উত্তম কুমার গুহ দেবু, বাসুদেব আইন, সন্তোষ গুহ, মহোৎসব কমিটির কোষাধ্যক্ষ বাবু মিল্টন নন্দী, কাঞ্চন আইন, যীশু দাশ, রিংকেল গুহ, বাসু নন্দী, নেপাল আইচ, নিউটন নন্দী, রাসেল নন্দী, রাজীব নন্দী, প্রণব আইচ, বাবলু মল্লিক, পিকলু মল্লিক, চন্দন আইচ, অলক গুহ প্রমুখ। সভায় বক্তারা বলেন মামুরখাইন মন্দিরের মহোৎসব ১৬ বৎসর যাবৎ যথাযথ মর্যদায় উদযাপন হচ্ছে এবং ভক্তদের বস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের আয়োজন করায় অভিনন্দন জানাচ্ছি। বিজ্ঞপ্তি