‘মামলা দিয়ে আন্দোলন বাধাগ্রস্ত করা যাবে না’

75

মামলা ও গ্রেপ্তার কখনো আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে না। জনগণের ভিন্নমত দমন করার জন্য সরকার নির্যাতনের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করে জনগণকে জিম্মি করে করে রেখেছে। তারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে। জনগণকে ভয় দেখাতেই তারা জনতার নেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করে রেখেছে। জনগণের মনোবল দুর্বল করতেই তারা গাজী সিরাজের মতন একজন পরিচ্ছন্ন ছাত্রনেতাকে জামিনে বের হবার পর কারাফটক থেকে পুনরায় গ্রেফতার করেছে। তাদের এ ঘৃণ্য অপকর্মগুলো আজ জনগণের কাছে আয়নার মতন পরিষ্কার। মানুষের অধিকার রক্ষার সংগ্রাম করতে গিয়ে যারা কারাবরণ করেন তারা পরক্ষণেই জনতার ভালোবাসার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। অবিলম্বে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল­াহ’র নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশপ্রেমিক শান্তিপ্রিয় ছাত্রসমাজের কাছে আন্দোলনের কোন বিকল্প থাকবে না। বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল­াহ’র মুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ বিকাল ৩ টায় নগরীর লালদিঘীর পাড় এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসান ও এস এম রুম্মান আজফার এর নেতৃত্বে মিছিলটি লালদিঘির পাড় থেকে শুরু হয়ে পুরাতন গির্জা সড়ক প্রদক্ষিণ করে সিনেমা প্যালেস মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়। এসময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার ও গাজী সিরাজের মুক্তির স্লোগান দিতে থাকেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল’র বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান। বিজ্ঞপ্তি