মামলার হয়রানি থেকে বাঁচতে চান মোস্তাক

7

 

হয়রানিমূলক মিথ্যা-বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোস্তাক আহমদ। চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এসময় মানবাধিকার কর্মী ডা. আর কে দাশ রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোস্তাক আহমদ বলেন, আমাদের একই গ্রামের গ্রামের ভূমিদস্যু নুরুল আবছার গং ও তার স্ত্রী মহিলা সন্ত্রাসী শাহনেওয়াজ আক্তারের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি। আমার জায়গা অবৈধ দখলে নিতে না পেরে নুরুল আবছার গং আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমরা ৯ জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় হয়রানিমূলক মিথ্যা-বানোয়াট মামলা দায়ের করেছে। আমার জায়গা থেকে গাছ-গাছালি কেটে প্রায় ৮০ হাজার টাকার সম্পদ নষ্ট করেছে। আমার সম্পদ নষ্ট করে উল্টো সে আমার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। জোয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ বর্তমানে চট্টগ্রাম আদালত ভবনে এডভোকেটস ক্লার্ক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও গ্রামের স্থানীয় শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকান্ডেও তিনি সম্পৃক্ত আছেন উল্লেখ করে বলেন, তার সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুন্ন করে তাকে পরিবারসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে নুরুল আবছার গংরা।- নিজস্ব প্রতিবেদক