‘মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে’

10

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর সাবেক মন্ত্রী এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, মানুষের মধ্যে স¤প্রীতি বজায় রাখতে পারলে দেশর উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য মানুষের বিবেককে শানিত করতে হবে। একসময় দেশে যৌথ পরিবার ছিল, তখন নিজেদের মধ্যে স¤প্রীতির বন্ধন ছিল অটুট। কলক্রমে সেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ফলে স¤প্রীতির মনোভাব লোপ পেতে শুরু করেছে, ভ্রাতৃত্ব বোধ কমে যাচ্ছে। তবে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদের মধ্যে স¤প্রীতি বৃদ্ধি করতে হবে। গত ২৫ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক স¤প্রীতি সমাবেশ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, হাটহাাজরী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধো এড. মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধো নুরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জাহিদ হোসাইন, শ্রী পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিম্ময় দাশ, পূজা উদযাপন কমিটি সভাপতি মাস্টার পরিমল কান্তি দে, উপজেলা ইমাম সমিতির সভাপতি সৈয়দ হাফেজ আহমদ ও এড. বাসন্তী প্রভা পালিত। উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথের সঞ্চালন অনুষ্ঠিত সভায় ইউপি উপস্থিত ছিলেন গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার ও নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে কারী মিজানুর রহমান, গোবিন্দ প্রসাদ মহাজন ও প্রদীপ কুমার বড়ুয়া।

সীতাকুন্ড:
ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করার লক্ষ্যে সীতাকন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, দল জাতি বর্ণ নির্বিশেষে সীতাকুন্ড সবার। অনাদিকাল থেকে সীতাকুন্ডের মানুষ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখেছে। এখানে ধর্মীয় কোন হানাহানি কখনো ছিল না। ভবিষ্যতেও এরকম কিছু যাতে না হয় এজন্য সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এখানে সব ধর্মের অনুসারীরা পরষ্পর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ। গত ২৫ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ, সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক, উপজেলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল আলম, সংকর্মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দার হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে এক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাউজান:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাউজান ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক স¤প্রীতি কমিটির সভা গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংঘ প্রিয় বড়ুয়া। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মিন্টু কুমার বড়ুয়া, বিনাজুরী ইউনিয়ন বিট অফিসার সুমন দাশ, ইউপি সদস্য সরোয়ার আজাদ, শিমুল বিশ্বাস, ইউপি সদস্য উত্তম কুমার, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, রণজিৎ কুমার বড়ুয়া, মানিক চক্রবর্তী, অসিম দে, শিক্ষক সোলায়মান, সুরেশ চন্দ্র দাশ, মিলন চৌধুরী, বসু মিত্র প্রমুখ।