মানুষের বিপদে মানুষ এগিয়ে এসেছে বিনাশর্তে

24

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সভায় নেতৃবৃন্দ বলেছেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি মানবতার কল্যাণে ঝাঁপিয়ে পড়ছে। আমরা দেখেছি, করোনার ভয়াবহ সময়ে, কিংবা সম্প্রতি বিএম ডিপোতে অগ্নিকান্ড-সিলেটের বন্যায় মানুষের বিপদে মানুষ এগিয়ে এসেছে বিনাশর্তে। নিজের পকেটের টাকা দিয়ে, শ্রম দিয়ে, ঝুঁকি নিয়ে মানুষ একে অন্যের পাশে দাঁড়িয়েছে। লায়ন্স ক্লাবও মানব সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত। তাই সারাদেশে লায়ন সদস্যরা সারাবছর মানুষের মুখে হাসি ফোটাতে নিজেদের নিয়োগ করে। অতীতেও লায়ন সদস্যরা যেমন মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। সম্প্রতি ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাশেম শাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারি (ডেজিগনেট) লায়ন হাসান মাহমুদ, ক্লাবের গাইডিং লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন, চার্টার প্রেসিডেন্ট লায়ন রোসঙ্গীর বাচ্চু, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, মেম্বারশিপ চেযারপার্সন লায়ন মোহাম্মদ ইলিয়াস, জোন চেয়ারপার্সন লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আবদুল মতিন প্রমুখ।
সভায় ক্লাবের নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা, ক্লাব নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে অনুদান প্রদান ও নতুন সদস্যদের বরণ করে নেয়া হয়। নতুন কমিটির নাম ঘোষণার পর অনুভ‚তি ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন ডা. এস. এম. সাদিক হোসাইন ও সেক্রেটারি (ইলেক্ট) লায়ন তারিকুল আলম। ট্রেজারার রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার লায়ন ডা. মেহফুজা রাজ্জাক, কোরআন তেলাওয়াত করেন সার্ভিস চেয়ারপার্সন লায়ন মিজানুল করিম, আনুগত্যের শপথ পাঠ করেন জয়েন্ট ট্রেজারার লায়ন জামাল হোসেন। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ মহিউদ্দিন, লায়ন শাহনেওয়াজ আহমেদ, লায়ন জাহেদুল আলম সাকিব, লায়ন আবু রায়হান, লায়ন শেখ আরফান উল্লাহ ভুঁইয়া, লায়ন আবু হানিফ লিটন, লায়ন কামরুল হাসান খান, লায়ন মুরাদুল হক, প্রাক্তন লিও ক্লাব প্রেসিডেন্ট রাশিদুল মজিদ চৌধুরী ওপেল, ফরহাদ মিয়া, তৈয়বুন্নেসা রাবেয়া। বিজ্ঞপ্তি