মানুষের ওপর জুলুমের বিরুদ্ধে এগিয়ে আসা মুমিনের কাজ

9

শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ৮ম দিনের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীর শাহ্ মনজিল সীরত ময়দানে ১৫ অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহসিন ভূঁইয়া। কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ আলী, আবু জাফর শাকিল, মুহাম্মদ রাকিব হোছাইন। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন সোলতান মুহাম্মদ রাফি, কফিল উদ্দিন মাহমুদ, আরফাত হাসান মারুফ, মুহাম্মদ আনিসুর রহমান। বাদ আছর অধিবেশনে “যাকাতের শরয়ী বিধান ও যাকাত অনাদায়ের ভয়াবহ পরিণতি বর্ণনা” বিষয়ে আলোচনা করেন মধ্যম আমিরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা নেজাম উদ্দিন। বাদ মাগরিব অধিবেশনে আলোচনা করেন পটিয়া শাহচাঁন্দ আওলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা শহিদুল হক হোছাইনি। বাদ এশার অধিবেশনে “আল্লাহর গজব নাযিলের কারণ, পর্ববর্তী উম্মতগণের ওপর বিভিন্ন সময়ে নাযিল হওয়া গযবের বর্ণনা” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী ও “আল কুরআনের আলোকে মুমিনদের গুণাবলী বর্ণনা” বিষয়ে আলোচনা করেন চকরিয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদের প্রধান পরিচালক মাওলানা মোস্তফা নুরী। বক্তারা বলেন, মানুষের বিশ্বাস এমন এক শক্তিশালী জিনিস, যার প্রভাবে মানুষ দুনিয়ার সব অন্যায়-অপরাধ তথা সব ধরনের গোনাহের কাজ থেকে নিজেকে মুক্ত করে নেয়। মানুষ যখন ঈমানে শক্তিতে দুর্বল হয়ে যায়, তখনই কেবল গোনাহের দিকে ধাবিত হয়। আল্লাহর রাসুল মুমিন ভালোবাসার বস্তু বলে উল্লেখ করেছেন। মুমিন ব্যক্তি অপরকে ভালোবাসেন এবং অপর মানুষও মুমিনকে ভালোবাসে। ভালোবাসার অর্থ হলো, মানুষের মঙ্গল কামনা করা, মানুষকে অমঙ্গল থেকে রক্ষা করা এবং মানুষের বিরুদ্ধে কোনোরূপ হিংসা-বিদ্বেষ পোষণ না করা। মানুষের ওপর কোনোরূপ জুলুম হলে তার প্রতিকার করা এবং তাকে আদর্শিক ও নৈতিক অধঃপতন থেকে রক্ষা করা মুমিনের কাজ। পাপ ও কুফরের মারাত্মক অমঙ্গল থেকে মানুষকে রক্ষা করার কাজ কোনো সাময়িক কাজ নয়, বরং এ এক অবিরাম সংগ্রাম, আর তা জীবনভর চালিয়ে যাওয়াই মুমিনের কাজ। আর এর মাধ্যমেই জীবনমুক্তি ঘটান সম্ভব। এর বিপরীতে জীবনমুক্তির সাধনা ব্যর্থ। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাওলানা হেলাল উদ্দিন, অলি উদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমুখ। বিজ্ঞপ্তি