মানুষকে ভালোবাসার জন্য ধর্ম এসেছে: শিক্ষা উপমন্ত্রী

2

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ধর্ম এসেছে মানুষকে ভালোবাসার জন্য। প্রত্যেক ধর্মেই মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে বলা হয়েছে। ধর্মের আশ্রয়ে আমরা শান্তি খুঁজে পাই। মারামারি, হানাহানি, স্বার্থের দ্ব›দ্ব মানুষের ক্ষণস্থায়ী জীবনকে দুর্বিষহ করে তুলে। এ থেকে পরিত্রাণের জন্য সদুপদেশ দিয়ে ধর্মীয় নেতারা মুখ্য ভূমিকা পালন করতে পারে। তিনি গত ২১ জানুয়ারি নগরীর হাজারী লেইনে ঠাকুর রামচন্দ্র দেব (রামঠাকুর) স্মরণে বার্ষিক মহোৎসবের ২য় দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী।
উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ও চসিক ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে বক্তব্য দেন ১৮নং বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আলম মিয়া, ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম সিংহ হাজারী (বাবু), গৌতম সিংহ হাজারী, রাহুল দাশ, বাপ্পি নন্দী, গোপাল দত্ত, শিবু প্রসাদ দাশ, রতন আচার্য, লিটন দাশ, উৎপল দাশ, শ্রীরাম আচার্য্য, বি রাম চক্রবর্তী, নিপু শর্মা প্রমুখ। বিজ্ঞপ্তি